Last Updated: December 15, 2011 23:49

সংগ্রামপুরের বিষমদকাণ্ডের প্রতিবাদে মগরাহাট থানার সামনে বিক্ষোভ দেখাল স্থানীয় এসইউসিআইয়ের বিভিন্ন গণসংগঠন। চোলাই মদের কারবারে প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতের প্রতিবাদে মিছিল করে এসইউসিআইয়ের সংগঠনগুলি। থানার ঢুকে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখান। চোলাই মদের ব্যবসা বন্ধে অবিলম্বে প্রশাসন কোনও ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যাওয়ারও হুমকি দেন বিক্ষোভকারীরা।
First Published: Thursday, December 15, 2011, 23:53