ফুলশয্যার রাতেই অস্বাভাবিক মৃত্যু নবদম্পতির

ফুলশয্যার রাতেই অস্বাভাবিক মৃত্যু নবদম্পতির

ফুলশয্যার রাতেই অস্বাভাবিক মৃত্যু নবদম্পতিরফুলশয্যার রাতেই অস্বাভাবিক মৃত্যু হল নবদম্পতির। ঘটনা দক্ষিণ দিনাজপুরের হিলিতে। আজ সকালে নবদম্পতির মৃতদেহ উদ্ধার করে পরিবারের অন্যান্যরা।

জেলার কুমারগঞ্জের বুল্টি দাসের সঙ্গে হিলির জয়ন্তীপাড়ার সঞ্জয় সরকারের বিয়ে হয় গত বৃহস্পতিবার। শনিবার ছিল বৌভাত। আর পাঁচটা বিয়ের মতই সবকিছুই স্বাভাবিক থাকলেও রবিবার ভোরে উদ্ধার হয় নবদম্পতির মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া। বিয়ে বাড়ির নিমন্ত্রণ সেরে বাড়ি ফেরা অতিথারা অবাক এমন ঘটনায়। পাত্র-পাত্রীর বাড়ির লোকেরা শোকে ভেঙে পড়েছেন। কী করে এমন ঘটনা ঘটল তার কিছু কুল কিনারা পাচ্ছেন না কেউ।

First Published: Sunday, December 1, 2013, 20:47


comments powered by Disqus