Last Updated: May 1, 2014 23:54

তৃতীয় দফায় ভোটে সন্ত্রাসের অভিযোগ মানতে নারাজ নির্বাচন কমিশন। সুধীর কুমার রাকেশের দাবি, ভোট হয়েছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। কিন্তু, কমিশনের দাবির সঙ্গে কতটা মিলছে বাস্তবের ছবিটা? ভিও- রাজ্যে তৃতীয় দফার ভোট নিয়ে সবর বিরোধী শিবির।
হাটগোবিন্দপুর, মঙ্গলকোট, বীরভূম, বোলপুর, হুগলি, আরামবাগ, হাওড়া, উলুবেড়িয়ায় সন্ত্রাস চলল অবাধ। এরপরও অবস্থানে অনড় বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশ। এটাই কী তাহলে কমিশনের চোখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের নমুনা?
এ দিন বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সুনীল গুপ্তার অপসারণ দাবি করলেন বিমান বসু। দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে চিঠি পাঠিয়ে এঁদের অপসারণ দাবি করেছেন তিনি। তাঁর অভিযোগ, মুখ্য নির্বাচনী আধিকারিক তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন।
First Published: Thursday, May 1, 2014, 23:54