Last Updated: May 31, 2013 09:30

সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নেওয়ার পর বৃহস্পতিবার ঢাকুরিয়ায় সারদার অফিসে তল্লাসি চালায় কলকাতা পুলিস। সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনকে সঙ্গে নিয়ে দুপুর তিনটে থেকে রাত এগারোটা পর্যন্ত চলে তল্লাসি।
প্রায় আট ঘণ্টার তল্লাসি অভিযানে উদ্ধার হয়েছে ২৫টিরও বেশী কম্পিউটারের সিপিইউ। পুলিসের দাবি, সিপিইউ-গুলির হার্ডডিস্ক থেকে অনেক তথ্য মিলতে পারে। এছাড়াও উদ্ধার হয়েছে বেশকিছু নথি। সবকিছুই খতিয়ে দেখবেন কলকাতা পুলিসের গোয়েন্দারা। সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়ের পুলিসি হেফাজতের মেয়াদ শেষ হবে এগারোই জুন।
First Published: Friday, May 31, 2013, 09:30