বছর ঘুরল সুদীপ্ত গুপ্তর মৃত্যুর, বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ সমাবেশ এসএফআই-য়ের

বছর ঘুরল সুদীপ্ত গুপ্তর মৃত্যুর, বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ সমাবেশ এসএফআই-য়ের

বছর ঘুরল সুদীপ্ত গুপ্তর মৃত্যুর, বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ সমাবেশ এসএফআই-য়ের------------------------------------------------------------
বছর পার করে ফের উপস্থিত ২ এপ্রিল। গত বছর এই দিনেই পুলিসি হেফাজতে মৃত্যু হয়েছিল এস এফ আই নেতা সুদীপ্ত গুপ্তর। ছাত্র নেতার মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আজ কলেজ স্ট্রিটে সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে এস এফ আই সহ অন্যান্যবাম ছাত্র যুব সংগঠন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা যোগ দেবেন সমাবেশে।

সমাবেশে থাকবেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শ্যামবাজার, শিয়ালদহ, হাওড়া থেকে মিছিল করে তাঁরা পৌছবেন কলেজ স্ট্রিটে। সমাবেশ শেষে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে।

পুলিস হেফাজতেই যে সুদীপ্ত গুপ্তের মৃত্যু হয়েছে আদালতে দাঁড়িয়ে একথা স্বীকার করে ছিলেন সরকারি আইনজীবী। তবে একে খুন বলে মানতে নারাজ রাজ্য। সরকারি আইনজীবীর দাবি ছিল এটি নিছকই দুর্ঘটনা।

সুদীপ্ত গুপ্তর মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলে ছিলেন, সুদীপ্ত গুপ্তর মৃত্যু ছোট ও তুচ্ছ ঘটনা। কিন্তু এদিন সুব্রত মুখোপাধ্যায় বলেন, যেকোনও মৃত্যুই দুঃখজনক এবং এই মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত। ছাত্রমৃত্যুতে কি তুচ্ছ ঘটনা বলা যায়? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পরে অবশ্য সুব্রত মুখোপাধ্যায় বলেন, "কেউ সেকথা বলেনি।"

First Published: Wednesday, April 2, 2014, 13:29


comments powered by Disqus