আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সুদীপ্তর বিরুদ্ধে

আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সুদীপ্তর বিরুদ্ধে

আত্মহত্যার প্ররোচনার অভিযোগ সুদীপ্তর বিরুদ্ধেসারদা চিটফান্ড কেলেঙ্কারিতে সুদীপ্ত সেনের বিরুদ্ধে এবার যোগ হতে চলেছে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা। সারদা গোষ্ঠীর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ সামনে আসার পরই আত্মঘাতী হন উর্মিলা প্রামাণিক নামে বারুইপুরের এক এজেন্ট। এরপরই তাঁর ছেলে ভোলা প্রামাণিক বারুইপুর থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন সুদীপ্ত সেন ও অরিন্দম দাস ওরফে বুম্বার বিরুদ্ধে। 

এতদিন সুদীপ্ত সেনের বিরুদ্ধে শুধুমাত্র আর্থিক প্রতারণা, ষড়যন্ত্র এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগের তদন্ত চালাচ্ছিল পুলিস। এবার সারদা কর্তার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলাও যুক্ত করা হচ্ছে।

First Published: Wednesday, May 22, 2013, 18:47


comments powered by Disqus