Last Updated: March 28, 2014 15:28

ভোটের আগেই হার তৃণমূল প্রার্থী সুগত বসুর। প্রেসিডেন্সিতে ছাত্রদের গণভোটে ৮৯২ ভোটে পরাজিত হলেন সুগত বসু। লোকসভা ভোটে প্রার্থী হয়েছেন তিনি। তাই প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের প্রধানের পথে তাঁর থাকা উচিত্ কি না এই নিয়ে গণভোটের আবেদন করেছিল ছাত্র সংসদ। এ দিন সুগত বসুর পদত্যাগের পক্ষে ভোট পড়েছে ১২০৮টি। মাত্র ৩১৬ জন ভোট দিয়েছে তাঁর মেন্টর গ্রুপের প্রধানের পদে থাকার পক্ষে।
ক্ষমতায় এসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আঙিনা রাজনীতির প্রভাব মুক্ত করার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ছায়া যাতে বিশ্ববিদ্যালয়ের সুস্থ্য শিক্ষার পরিবেশকে গ্রাস না করে ও শিক্ষার সার্বিক মানোন্নয়নের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের মেন্টরগ্রুপের চেয়রম্যান পদে বসিয়েছিলেন হার্ভাড ফেরত ইসিহাসের অধ্যাপক সুগত বসুকে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে সেই শিক্ষাবীদ সুগত ভোটে দাঁড়িয়েছেন। প্রশ্ন উঠেছিল, সরাসরি তৃনমূলকে সমর্থনের পর সুগত বাবুর কি আদোও মেন্টর পদে থাকা উচিত? মেন্টর গ্রুপের প্রধান পদ থেকে পদত্যাগের দাবিতে প্রসিডেন্সিতে গণভোটের আয়োজন করেছিল ছাত্র সংসদ। ছাত্র ছাত্রীদের দাবি, মেন্টর গ্রুপ থেকে সরে দাঁড়িয়ে ভোট লড়ুন সুগত বসু।
সুগত বসুর পক্ষে এ দিন শিক্ষামন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে থাকতে পারেন। ছাত্র সংসদের আয়োজিত গণভোট অসাংবিধানিক।"
First Published: Friday, March 28, 2014, 15:28