Sugata Basu will not stape back from Presidency mentor group

অমর্ত সেন চান না, তাই এখনই প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের পদ ছাড়ছেন না সুগত

অমর্ত্য সেনের পরামর্শে প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের চেয়ারম্যানের পদ ছাড়া নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না। আজ একথা জানিয়েছেন সুগত বসু। তাঁর বক্তব্য, গোটা বিষয়ে তিনি আলোচনা করেছেন অমর্ত্য সেনের সঙ্গে। তিনিই পদ ছাড়া নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে বারণ করেছেন।

শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তি জড়িত থাকবেন না। নির্বাচনী ইস্তাহারেই একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। তবে তারপরেও শাসকদলের বিরুদ্ধে শিক্ষায় রাজনীতিকরণের একাধিক অভিযোগ উঠেছে। সম্প্রতি একই বিতর্ক শুরু হয়েছে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুগত বসুকে ঘিরে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি। প্রার্থী হওয়ার পরেও কি তাঁর ওই পদে থাকা উচিত? এই নিয়ে গণভোটও হয় প্রেসিডেন্সিতে। পড়ুয়াদের সংখ্যাগরিষ্ঠ ভোটই সুগত বসুর বিপক্ষে যায়। তবে পড়ুয়ারা না চাইলেও মেন্টর গ্রুপের চেয়ারম্যানের পদ এখনই ছাড়ছেন না সুগত বসু। তাঁর বক্তব্য, খোদ অমর্ত্য সেনই তাকে এখনই পদ না ছাড়ার কথা বলেছেন ।

সুগত বসুর এই অবস্থানকে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সুগত বসু জানিয়েছেন, রাজ্যে বিশ্বমানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালন ব্যবস্থা খতিয়ে দেখেই এবিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। ফলে এই ইস্যুতে প্রেসিডেন্সির গণভোট ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরো জোরালো হল।

First Published: Wednesday, April 2, 2014, 19:05


comments powered by Disqus