Last Updated: April 7, 2014 19:18

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, হারভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রখ্যাত ঐতিহাসিক সুগত বসু এই বছর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্ধিতা করছেন। তাঁর বিরুদ্ধে ওই কেন্দ্র থেকে লড়ছেন সিপিআইএম-এর সুজন চক্রবর্তী, কংগ্রেসের সমীর আইচ, বিজেপির স্বরূপ প্রসাদ ঘোষ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেন্টর গ্রুপের চেয়ারম্যান সুগত বসু নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করায় তাঁর প্রেসিডেন্সির মেন্টর গ্রুপে আর থাকা উচিত কিনা সেই নিয়ে গণভোট করেছিলেন প্রেসিডেন্সির ছাত্র-ছাত্রীরা। সেই ভোটে সুগত বসুর মেন্টর গ্রুপে থাকার বিপক্ষে মত দেন অধিকাংশ ছাত্র-ছাত্রী। যদিও সুগত বসুর দাবি অমর্ত্য সেন তাঁকে এখনই মেন্টার গ্রুপ ছাড়তে বারণ করেছেন, তাই তিনি এখনই মেন্টর গ্রুপের চেয়ারম্যান পদ ছাড়ছেন না। অন্যদিকে ভাঙরে আরাবুল ইসলামকে পাশে নিয়ে নির্বাচনী প্রচারের সময় আরাবুলকে সংগ্রামি নেতা বলে দাবি করেছেন এই শিক্ষাবিদ।
First Published: Monday, April 7, 2014, 19:18