Last Updated: September 25, 2013 14:40

উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন সুগত মার্জিত। বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলন করে মার্জিত জানিয়েছেন, পড়াশোনা ও গবেষণা সংক্রান্ত কাজে সময় দিতেই এই সিদ্ধান্ত।
সুগত মার্জিতের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে, ঠিক কী কারণে সুগত মার্জিত উচ্চশিক্ষা সংসদের চেয়ারম্যানের পদ ছাড়লেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। প্রেসিডেন্সির মেন্টর গ্রুপের সঙ্গে বিবাদের জেরেই এই সিদ্ধান্ত কিনা তা নিয়েও চলছে জল্পনা।
First Published: Wednesday, September 25, 2013, 14:40