Last Updated: November 28, 2011 12:40

ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোতে। সোমবার সকালে শোভাবাজার স্টেশনে মেট্রোর আপ লাইনে ঝাঁপ দেন এক মহিলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সকাল দশটা তেইশ নাগাদ হঠাত্ই দমদমগামী ট্রেনটির সামনে ঝাঁপিয়ে পড়েন ওই মহিলা। গুরুতর আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে মহিলাকে। ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন পরিষেবা। দীর্ঘক্ষণ আপ ও ডাউন, দুইলাইনেই বন্ধ ছিল ট্রেন চলাচল।
First Published: Monday, November 28, 2011, 12:40