বিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলা

বিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলা

বিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল বিমান বন্দরে আত্মঘাতী হামলাবিতর্কিত ছবির প্রতিবাদে কাবুল আর্ন্তজাতিক বিমান বন্দরে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটাল জঙ্গি সংগঠন হিজব-ই-ইসলামি। বিস্ফোরণে অন্তত বারো জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নয় জনই বিদেশি। আজ সকালে একটি মিনিবাসে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি সংগঠন হিজব-ই-ইসলামি। বিতর্কিত ছবির প্রতিবাদেই এই হামলা বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে।

মিনিবাসের মধ্যে রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার পাইলটেরা ছিলেন। তাঁদের অধিকাংশেরই মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আট জন আফগান শ্রমিক আহত হয়েছেন। দুজন পুলিস কর্মীও গুরুতর জখম হয়েছেন। 






First Published: Tuesday, September 18, 2012, 10:46


comments powered by Disqus