Last Updated: April 4, 2012 18:47

আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু কমপক্ষে ১০ জনের। আহত হয়েছেন ২৬ জন। বুধবার উত্তর আফগানিস্তানের ফারিয়াব প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। পুলিস সূত্রে খবর, দুপুর নাগাদ একটি পার্কের সামনে বিস্ফোরণ হয়।
মৃত ১০ জনের মধ্যে ৪ জন পুলিস অফিসার, ২ জন মহিলা ও ২টি শিশুও রয়েছে। এদিন উত্তর আফগানিস্তানেই আরও একটি বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণে ২ জন ন্যাটো সেনা মারা গিয়েছে বলে দাবি করেছে ন্যাটো। তবে দুটি বিস্ফোরণের মধ্যে যোগাযোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে দুটি হামলার পিছনেই তালিবানদের হাত রয়েছে বলে পুলিসের প্রাথমিক অনুমান।
First Published: Wednesday, April 4, 2012, 18:47