Last Updated: August 2, 2013 21:01

প্রেমিক বাবার মোবাইলে অশ্লীল ছবি ও মন্তব্য পাঠিয়ে ব্ল্যাকমেল করছিল। তার জেরে আত্মহত্যা করল দ্বাদশ শ্রেণির এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে। ঘটনার পর থেকেই বেপাত্তা ওই যুবক।
তার বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেছে মেয়েটির পরিবার। জগদ্দলের গুপ্তারবাগান এলাকার এক যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক ছিল দ্বাদশ শ্রেণির ছাত্রী মনিকা ভারতীর। কিন্তু কিছুদিন আগে সেই সম্পর্কে চিড় ধরে। অভিযোগ, তারপর থেকেই মনিকার বাবার মোবাইলে অশ্লীল ছবি, অশ্রাব্য গালিগালাজ ও মন্তব্য লিখে পাঠাত ওই যুবক। দেওয়া হত হুমকিও। পরিবারের দাবি, অপমান সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বিকেলে আত্মহত্যা করে মনিকা। শৌচালয় থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
গত তেইশে জুলাই প্রায় একই ধরনের ঘটনা ঘটে নৈহাটির পালবাগানে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীর বাড়িতে ঢুকে তাকে মারধর করে গৌতম পাসোয়ান নামে এক যুবক। সেই অপমানে আত্মহত্যা করে ওই কিশোরীও।
First Published: Friday, August 2, 2013, 21:01