তৃণমূল প্রার্থীকে খুনের অভিযোগে মামলা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে

তৃণমূল প্রার্থীকে খুনের অভিযোগে মামলা সুজন চক্রবর্তীর বিরুদ্ধে

তৃণমূল প্রার্থীকে খুনের অভিযোগে মামলা সুজন চক্রবর্তীর বিরুদ্ধেবারুইপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিবরাম নস্করকে খুনের অভিযোগে মামলা রুজু করা হল সুজন চক্রবর্তীর বিরুদ্ধে। সিপিআইএম-এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তীর বিরুদ্ধে এই খুনের মামলা রুজু করেছে বারুইপুর থানার পুলিস। খুন ও খুন সহ আরও তিনটি মামলায় রুজু করা হয়েছে।

সুজন চক্রবর্তী ছাড়াও আরও পাঁচজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। সুজন চক্রবর্তী ছাড়া কানু সাঁপুই, বিমান নস্কর, রাজু নস্কর, যুক্ত মণ্ডলের বিরুদ্ধেও খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই খুন হয় শিবরাম নস্কর।

গতকাল প্রচার সারার পথে খুন হন তৃণমূল প্রার্থী শিবরাম নস্কর। মৃতর ভাইয়ের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। ঘটনায় আজ দীনবন্ধু সাঁপুই নামের একজনকে গ্রেফতার হয়। আজই তাঁকে বারুইপুর আদালতে তোলা হবে ।


সরকার চক্রান্ত করে এসব করেছে বলে অভিযোগ সুজন চক্রবর্তীর। পুলিস গ্রেফতার করলে করবে, বলেও জানান এই প্রাক্তন সাংসদ। সুজন চক্রবর্তী বলেন, সারদা মামলাতেও আমায় ফাঁসানোর চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় এটা নতুন চক্রান্ত।

First Published: Thursday, June 27, 2013, 12:33


comments powered by Disqus