Last Updated: July 2, 2013 17:21

জার্মানিতে ভারতের বর্তমান রাষ্ট্রদূত সুজাতা সিং ভারতের আগামী রাষ্ট্রদূত হতে চলেছেন। গত কয়েক দিনের জল্পনায় দাঁড়ি টেনে প্রধানমন্ত্রী মনমোহন সিং সুজাতা সিংয়ের নিয়োগে সিলমোহর দিয়েছেন।
১৯৭৬-এর ব্যাচের আইএফএস আধিকারিক সুজাতার সঙ্গে বিদেশ সচিব হওয়ার দৌড়ে ছিলেন চিনের ভারতের রাষ্ট্রদূত এস জয়শঙ্কর।
আগামীবছরের জুলাইয়ে অবসর গ্রহণ করার কথা ছিল সুজাতার। কিন্তু এখন রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হওয়ার ফলে তাঁর কার্যকাল দু`বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। চৌকিলা আইয়ার ও নিরুপমা রাওয়ের পর বিদেশ সচিব হিসাবে তৃতীয় মহিলা হিসাবে নিযুক্ত হলেন সুজাতা সিং।
First Published: Tuesday, July 2, 2013, 17:21