Last Updated: February 24, 2014 23:31
ছাত্রীদের সুরক্ষায় সুকন্যা প্রকল্প চালু করল রাজ্য সরকার। প্রাথমিক পর্যায়ে এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে শহরের বত্রিশটি স্কুলকে। প্রতিটি স্কুল থেকে পঁচিশ জন ছাত্রীকে দেওয়া হবে কংফু, কারাটের বিশেষ প্রশিক্ষণ। বিপদ এলে এই প্রশিক্ষণই আত্মরক্ষায় সাহায্য করবে মেয়েদের। ক্রমশ আতঙ্ক বাড়ছে শহরের রাজপথে। আক্রান্ত হচ্ছে মেয়েরা।
তাই এবার মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণে বিশেষ প্রকল্পের সুচনা করল রাজ্য সরকার। সুকন্যা প্রকল্পের আওতায় বিনা খরচে বিভিন্ন স্কুলের ছাত্রীদের কুংফু, কারাটের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রাথমিক ভাবে এই প্রকল্পের আওতায় বাছা হয়েছে বত্রিশটি স্কুলকে। এই প্রশিক্ষণের ফলে শারীরিক ও মানসিক দিক থেকে আরও সাবলম্বি হবে মেয়েরা। বলছেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা।
শুধু কুংফু, কারাটের প্রশিক্ষণই নয়, বিপদে পড়লে সামান্য একটি পেন দিয়েও কীভাবে আত্মরক্ষা করা যায়। সেসবেরও খুটিনাটি শেখানো হবে ছাত্রীদের।
First Published: Monday, February 24, 2014, 23:31