অ্যারোজ থেকে সরলেন সুখবিন্দর সিং

অ্যারোজ থেকে সরলেন সুখবিন্দর সিং

অ্যারোজ থেকে সরলেন সুখবিন্দর সিংপৈলান অ্যারোজের টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন সুখবিন্দর সিং। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই কোচ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশ সুখবিন্দরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। ফেডারেশেন সূত্রের খবর ব্যক্তিগত কারণ ছাড়াও সুখির পদত্যাগের অন্যতম কারণ অ্যারোজের খারাপ পারফরম্যান্স। আই লিগে ১৩ নম্বরে আছে অ্যারোজ। এখনও একটা ম্যাচও জেতেনি দলটি। আপাতত চিফ কোচ সুজিত চক্রবর্তী আর গোলকিপার কোচ তনুময় বসু দলের দায়িত্ব সামলাবেন। বাকি সময়ের জন্য সম্ভবত টিডির পদে কাউকে আনবে না ফেডারেশন।তবে অ্যারোজ কতৃপক্ষ চাইছে কোরিয়ান এক কোচকে টিডি করে আনতে।





First Published: Wednesday, February 8, 2012, 10:07


comments powered by Disqus