সুকনা জমি কেলেঙ্কারি মামলা, দোষী অবসরপ্রাপ্ত লেফটানেন্ট জেনারেল অবধেশ প্রকাশ

সুকনা জমি কেলেঙ্কারি মামলা, দোষী অবসরপ্রাপ্ত লেফটানেন্ট জেনারেল অবধেশ প্রকাশ

সুকনা জমি কেলেঙ্কারি মামলা, দোষী অবসরপ্রাপ্ত লেফটানেন্ট জেনারেল অবধেশ প্রকাশসুকনা জমি কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হলেন অবসরপ্রাপ্ত লেফটানেন্ট জেনারেল অবধেশ প্রকাশ। গতকাল গুয়াহাটিতে তাঁর কোর্ট মার্শাল শেষ হয়েছিল। ক্ষমতার অপব্যবহার সহ তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। এক আগে গত জানুয়ারী মাসে এই মামলায় আরেক সেনাকর্তা, লেফট্যানেন্ট জেনারেল পি কে রথকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেনাবাহিনী ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। দুহাজার দশ সালে অবধেশ প্রকাস ও পি কে রথ, এই দুই সেনাকর্তাকেই দোষী সাব্যস্ত করেছিল কোর্ট অফ এনকোয়ারি। দুহাজার আট সালে প্রথম এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসে। শিলিগুড়িতে সুকনা সামরিক ঘাঁটি সংলগ্ন একাত্তর একর জমি একটি বেসরকারি ট্রাস্টকে হস্তান্তরের ঘটনায় জড়িয়ে গেছিল এই দুই সেনাকর্তার নাম।





First Published: Saturday, December 3, 2011, 23:10


comments powered by Disqus