Last Updated: February 9, 2014 21:07

ছত্তিসগড়ের সুকমায় মাওবাদী হামলায় মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন ১২ জন। আহতদের মধ্যে বেশকয়েকজন সিআরপিএফের প্রথম সারির কর্তা। হামলা হয় সিআরপিএফের কনভয়ে।
প্রথমে ল্যান্ডমাইন বিস্ফোরণ হয়।তারপর গুলি ছুঁড়তে শুরু করে মাওবাদীরা। হামলায় নিহত সিআরপিএফের ডেপুটি কমান্ডান্ট নিহল আলম ও কনস্টেবল রাজীব রাওয়াত। রাজীব রাওয়াত এ রাজ্যের বাসিন্দা। ছত্তিসগড়ের সুকমার ভেজ্জি থানা এলাকার একটি গ্রামে আজ সকালে হামলা চালায় মাওবাদীরা। আহতদের রায়পুর ও বিজাপুরের হাসপাতালে ভর্তি করা হয়।
First Published: Sunday, February 9, 2014, 21:07