Last Updated: March 12, 2013 17:50
ভারত (৩) পাকিস্তান (১)
(রূপিন্দর পাল সিং, আকাশদীপ সিং, মননদীপ সিং)তিন সিংয়ের গুঁতোয় পাকিস্তানকে হারাল ভারত। তিন সিং খেলোয়াড়ের গোলে পাকিস্তানকে হারাল ভারত।
সুলতান আজলান শাহ কাপ হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাল ভারত। মঙ্গলবার মালয়েশিয়ার ইপোয় পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে প্রতিযোগিতায় টিকে থাকল ভারত। পাকিস্তান প্রথমে গোল করে এগিয়ে যাওয়ার পর দুরন্ত প্রত্যাবর্তন ঘটায় ভারত। এক গোলে হজম করে খোঁচা খাওয়া বাঘ হয়ে তিন গোল দিয়ে ম্যাচ করে নেয় মাইকেল নবসের দল।
ম্যাচের প্রথমার্ধে ভারতকে সমতায় ফেরায় আকাশদীপ সিংয়ের গোল। রূপিন্দর সিংয়ের গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন মননদীপ সিং। প্রসঙ্গত, প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচে হেরে যায় ভারত। পাকিস্তানের বিরুদ্ধে আজকের জয়ের পরও প্রতিযোগিতায় পাঁচবারের চ্যাম্পয়ন ভারতের ভবিষ্যত অনিশ্চিত।

ছ দেশীয় এই প্রতিযোগিতার রাউন্ড রবিন লিগের ম্যাচে ভারত এখন চার নম্বরে। তিন ম্যাচ খেলে ভারতের পয়েন্ট এখন তিন। ভারতের পরবর্তী ম্যাচ বৃহস্পতিবার কিউইদের বিরুদ্ধে। তিন ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া এখন প্রথম দুটি স্থানে আছে।
First Published: Tuesday, March 12, 2013, 22:07