Last Updated: May 22, 2014 19:48

আম আর দুধের যুগলবন্দি বরাবরই অনবদ্য। আর এই গরমে ম্যাংগো মিল্ক শেক পেলে তো কথাই নেই।
কী কী লাগবে-
পাকা আম-৪টে
মধু-৩ টেবিল চামচ
ভ্যানিলা আইসক্রিম-৪ স্কুপ
দুধ-৬ কাপ
বরফ কিউব
কীভাবে বানাবেন-
আম কুচি করে কেটে নিন। ব্লেন্ডারে আম, মধু, দুধ ও আইসক্রিম দিয়ে ভাল করে ব্লেন্ড করুন। লম্বা, সরু কাচের গ্লাসে বরফ কিউব দিন। ওপর থেকে ম্যাংগো শেক ঢেলে বরফ ঠান্ডা পরিবেশন করুন।
First Published: Thursday, May 22, 2014, 19:48