এখনই কমছে না গড়ম

এখনই কমছে না গরম

এখনই কমছে না গরমকলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এখন স্বমূর্তিতে রুদ্র বৈশাখ। এখনই কমছে না গরম। আগামী ৪৮ ঘণ্টায়  কলকাতা ও সন্নিহিত এলাকায় বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। ফলে বাড়বে অস্বস্তি।  তাপপ্রবাহের কবলে পড়তে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি। এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের।






First Published: Tuesday, April 30, 2013, 14:33


comments powered by Disqus