গরমে নাজেহাল আলিপুর চিড়িয়াখানার বাসিন্দারা

গরমে নাজেহাল আলিপুর চিড়িয়াখানার বাসিন্দারা

গরমে নাজেহাল আলিপুর চিড়িয়াখানার বাসিন্দারাক্লান্তিকর-পরিশ্রান্ত-অস্থির অবস্থা আলিপুর চিড়িয়াখানার বাসিন্দাদের। হাঁসফাঁসের গরম কাটাচ্ছে ওরা। কেউ জল ছেড়ে উঠতে নারাজ। কেউ আবার মুখ লুকিয়েছে নিজের খাঁচায়।

গোটা মাঠে ছায়া একচিলতে। তারই মধ্যে গুতোগুতি করে স্বস্তির খোঁজ করছে জেবরার দল। গরমে মাথা খারাপ ভালুকের। খাঁচার বাইরে আসতে নারাজ গণ্ডার। গরমে প্রাণ ওষ্ঠাগত আলিপুর চিরিয়াখার পশুপাখিদের। বেশির ভাগ খাঁচার সামনে গরমের দাবদাহ জ্বালিয়ে দিচ্ছে ওদের। তাই শুনশান চিড়িয়াখানাও।

খেয়াল রাখতে হচ্ছে অতিরিক্ত গড়মে জন্তুদের যেন হজমের সমস্যা না হয়। তাই স্ট্রিক্ট ডায়েট বা, সিংহের জন্য। শিম্পাঞ্জির খাবারে মেনুতে তরমুজ মাস্ট। দুবেলা স্নান করানো; ঘর ঠান্ডা রাখতে বারবার জল দেওয়া। সবই গরম ঠেকেনোর আয়োজনও। তা স্বত্তেও হাপিয়ে যাওয়া হরিন, ক্লান্ত হাতির দল বলছে, এ পোড়ার গড়ম কবে কাটবে।

First Published: Saturday, May 24, 2014, 22:27


comments powered by Disqus