Last Updated: March 26, 2012 21:22

সুন্দরবনে ক্যামেরাবন্দি অজানা প্রাণী মেলানিস্টিক লেপার্ড ক্যাট। প্রাথমিক পরীক্ষার পর এমনই মত ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের। সুন্দরবনে অতীতে এই প্রাণীর অস্তিত্বের কোনও প্রমাণ নেই। শুধু তাই নয়, গোটা দেশে এই প্রথমবারের জন্য লেন্সবন্দি হল এই বিরল প্রজাতির প্রাণী। বনদফতর এবং ডাবলু ডাবলু এফ ইন্ডিয়ার উদ্যোগে সম্প্রতি ক্যামেরা বসানো হয় রামগঙ্গা এবং রায়দিঘি রেঞ্জের বিভিন্ন এলাকায়।
২৬ ফেব্রুয়ারি আজমলমারিতে দুবার ক্যামেরাবন্দি হয় এই প্রাণী। ফিশিং ক্যাট ও লেপার্ড ক্যাটের সঙ্গে মিল থাকলেও এর পরিচিতি সম্পর্কে সংশয়ে ছিলেন বিশেষজ্ঞরা। অবশেষে একে মেলানিস্টিক লেপার্ড ক্যাট হিসেবে চিহ্নিত করেছেন দেরাদুনের বিশেষজ্ঞরা।
First Published: Monday, March 26, 2012, 21:22