Last Updated: July 13, 2013 19:27

জার্মানি ক্লাব ফুটবলের দলবদলে এবার উঠে এল ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর নাম।জার্মানির বিখ্যাত ফুটবল ম্যাগাজিন রেভিয়ের স্পোর্টস সুনীলের ব্যাপারে ভাবনাচিন্তা করতে বলেছে বুন্দেশলিগার বিখ্যাত ক্লাব বোরুশিয়া ডর্টমুন্ডকে। কারণ হিসাবে তারা বলেছে,এক মিলিয়ান ইউরোর কমে সুনীলকে দলে পাওয়া যেতে পারে।তাছাড়া জাতীয় দলের হয়ে ৬১ ম্যাচে ৩৬ গোল রয়েছে ছেত্রীর।
ভারতের ফুটবল বাজার ধরার জন্যই বিখ্যাত ফুটবল ম্যাগাজিনটির পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলা জার্মানির এই বিখ্যাত দলটিকে। সম্প্রতি আর্মেনিয়ার জাতীয় দলের ফুটবলার হেনরিককে সই করিয়েছে বোরুশিয়া। হেনরিক জার্মানিতে আসার পর আর্মেনিয়ায় ডর্টমুন্ডের সমর্থক সংখ্যা একধাক্কায় অনেকটা বেড়ে গেছে। একই পথ ধরে ভারতের ফুটবল বাজার ধরার জন্য সুনীলকে বোরুশিয়া সই করায় কিনা,তা দেখার অপেক্ষায় ভারতীয় ফুটবল প্রেমীরা।
First Published: Saturday, July 13, 2013, 19:27