না থেকেও বইমেলা সুনীলময়

না থেকেও বইমেলা সুনীলময়

না থেকেও বইমেলা সুনীলময়তিনমাস আগে অক্টোবরের ভোরে সকলকে বিদায় জানিয়ে দিক শূন্যপুরে চলে গেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। তবু তাঁর উপস্থিতি পাঠকের হৃদয়ে। কলকাতা বইমেলাকেও সুনীল-শূন্য হতে দিল না তাঁর বিপুল সৃষ্টি।

কলকাতা বইমেলার শুরুর দিন থেকে সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন বইমেলার অবিচ্ছেদ্দ্য অঙ্গ। কিন্তু এবার তিনি নেই। অষ্টমীর রাতেই সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে চলে গেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। বইমেলা তাই সুনীল-শূন্য। তবু না থেকেও তিনি ভীষণ ভাবে উপস্থিত ছিলেন বইমেলার উদ্বোধনে। আজকে ৩৭তম কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চে বারবার করে অতিথিদের বক্তব্যে উঠে এলেন তিনি।

মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে জানালেন সুনীল গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি ভারাক্রান্ত করবে বইমেলাকে।
এক সময়কার সহকর্মী এবং প্রকাশকদের কথাতেও সুনীল-স্মরণ। শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে সুবোধ মিত্র প্রত্যেকের বক্তব্যেই বারবার ফিরে এলেন নীললোহিত।

অনুপস্থিতি সত্বেও যাতে বইমেলা হয় সুনীলময় তার ব্যবস্থা করেছে পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।

First Published: Saturday, January 26, 2013, 22:38


comments powered by Disqus