Last Updated: January 21, 2013 19:49

সোমবার কলকাতায় ক্রিকেট ইয়ার বুকের উদ্বোধন করতে এসে ভারতীয় অ্যাথলিটদের আরও একবার কুর্নিশ করে গেলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। জয়দীপ কর্মকার-সহ ভারতের অন্য অলিম্পিক ক্রীড়াবিদদের প্রশংসায় পঞ্চমুখ হলেন সানি৷ একইসঙ্গে তাঁর আক্ষেপ, ২০১২ একদমই ভালো যায়নি ভারতীয় ক্রিকেটের৷ গাভাসকরের এই স্পষ্ট বক্তব্যে উজ্জ্বীবিত সমাজে পিছিয়ে থাকা খেলার জগতের ক্রীড়াবিদরা।
দুহাজার বারোতে ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটের উপর থাবা বসিয়েছে বক্সিং,ব্যাডমিন্টন,কুস্তি। এমনটাই দাবি করলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। লন্ডন অলিম্পিকেই সেরা পারফরম্যান্স করেছে ভারতীয় অ্যাথলিটরা। অলিম্পিক ইতিহাসে ভারতের সবচেয়ে বেশি পদক এসেছে সাইনা,গগন নারাং হাত ধরেই।
ক্রিকেট-সহ সব খেলাতেই এখন প্রযুক্তির বাড়বাড়ন্ত৷ ক্রীড়া বিজ্ঞানকে অন্য উচ্চতায় নিয়ে যাচ্ছে চ্যাম্পিয়নদের ব্রেন ম্যাপিং, জেনেটিক ক্লোনিং-য়ের মত বিষয়গুলি৷ তবে গাভাসকরের সন্দেহ, এত কিছু সত্ত্বেও আরেকটা সচিন কিংবা সেওয়াগ তৈরি করা সম্ভব কি না৷
First Published: Monday, January 21, 2013, 19:49