Last Updated: July 15, 2012 13:35

মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোশ্চর সুনীতা উইলিয়মস। ভারতীয় সময় রবিবার সকাল ৮টা ১০ মিনিটে, কাজাকস্তানের বৈকোনুর কসমোড্রোম থেকে ৩ মহাকাশ বিজ্ঞানীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্রের উদ্দেশে পাড়ি দিল সউজ টিএমএ জিরো ফাইভ মহাকাশযান। অভিযানে সুনীতার সঙ্গী রাশিয়ার ইউরি মালেনশেঙ্কো এবং জাপানের আখিহিকো হোশিদে।
এক্সপেডিশন থার্টি-টুয়ের ফ্লাইট ইঞ্জিনিয়র সুনীতা। মঙ্গলবার সকালে ভূপৃষ্ট থেকে ৩৮৫ কিলোমিটার ওপরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে এক্সপেডিশন থার্টি থ্রির কমান্ডার মিশন কমান্ডারের দায়িত্ব নেবেন সুনীতা উইলিয়ামস। সেখানে প্রায় ৪ মাস থাকবেন তাঁরা। স্পেস স্টেশনে আগে থেকেই উপস্থিত আরও ৩ নভশ্চরের সঙ্গে ৩০-এর বেশি বৈজ্ঞানিক বিষয়ে কাজ করবেন তাঁরা।
এর আগে মহাকাশে ৬ মাস কাটানোর অভিজ্ঞতা রয়েছে ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামসের। ২০০৬ সালে নাসার বিশেষ যানে মহাকাশে পাড়ি দিয়েছিলেন তিনি। এমনকী চারবার স্পেসওয়াকেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর। নাসার নভোশ্চর ৪৬ বছরের সুনীতা উইলিয়ামসের দ্বিতীয়বারের মহাকাশযাত্রায় উচ্ছ্বসিত তাঁর আমেদাবাদের আত্মীয়রা। সুনীতা উইলিয়ামসের সাফল্যে গর্বিত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইসরোর বিজ্ঞানীরাও।
First Published: Sunday, July 15, 2012, 19:32