সানি এবার আইটেম গার্ল

সানি এবার আইটেম গার্ল

সানি এবার আইটেম গার্ল বলিউড আত্মপ্রকাশ করেই অনেক নায়িকার ঘুম কেড়ে নিয়েছেন সানি লিওন। এবারে তিনি নিশ্বাস ফেলছেন আইটেম বম্বদের ঘাড়েও। শুটআউট অ্যাট ওয়াডালা ছবিতে আইটেম নম্বরে দেখা যাবে সানিকে। তবে সানি একা নন। ওই ছবিতে অন্য আইটেম নম্বরে রয়েছেন জঙ্গলি বিল্লি প্রিয়াঙ্কা চোপড়াও।

এই গানেই প্রথমবারের জন্য ছোট ঘাঘরা-চোলিতে দেখা যাবে সানিকে। এর মধ্যেই সানির কাজে বেশ খুশি কোরিওগ্রাফার আহমেদ খান। শুধু আইটেম নম্বরেই নয়, রাগিনী এমএমএস টু ছবিতে সন্ধ্যা মৃদুলের সঙ্গে চুম্বন দৃশ্যেও দেখা যাবে তাঁকে।

First Published: Friday, February 22, 2013, 10:56


comments powered by Disqus