Last Updated: August 9, 2013 13:42

বিশ্বের পয়লা নম্বর সার্চ ইঞ্জিন গুগুলে গিয়ে ভারতীয়রা সবচেয়ে বেশি কোন সেলেব্রিটিকে খোঁজে জানেন? গুগুলের তথ্য অনুযায়ী বছরের প্রথম ছ মাসে ভারতীয়রা সবচেয়ে বেশি যে সেলেব্রিটি কে বেশি সার্চ করেছে তাঁর নাম পর্নস্টার থেকে বলিউড অভিনেত্রী সানি লিওনকে।
শুধু জুন মাসের হিসাব প্রকাশ করা পরিসংখ্যান দেখাচ্ছে, ইন্টারনেটে ৩ কোটি ৫০ লক্ষবার গুগুল সার্চে সানি লিওনের নাম লিখে সার্চ করা হয়েছে। এতবার আর কোন ভারতীয়র নাম লিখে সার্চ করা হয়নি।
সানির জনপ্রিয়তার কাছে ম্লান হয়ে গেছেন এতদিন ভারতীয় ইন্টারনেট ব্যবহারকারীদের নয়নের মনি ক্যাটরিনা কাইফও। জুন মাসে ক্যাটরিনাকে সার্চ করেছেন ১ কোটি ৮৫ লক্ষ মানুষ। প্রথম যে পাঁচজন ভারতীয় সেলেব্রিটিকে ভারতীয় সবচেয়ে বেশি অনুসন্ধান/ সার্চ করেছেন তাঁদের মধ্যে একমাত্র পুরুষ সলমন খান। প্রথম দশের মধ্যে শাহরুখ কানের নাম নেই। ৮ নম্বরে রয়েছেন রণবীর কাপুর।
জুন মাসে গুগুল সার্চে সেলেব্রিটিরা
স্থান
|
অভিনেতা/অভিনেত্রী
|
কতবার সার্চ
|
১
|
সানি লিওন
|
৩.৫০ কোটি
|
২
|
ক্যাটরিনা কাইফ
|
১.১৫ কোটি
|
৩
|
করিনা কাপুর
|
১.১৫ কোটি
|
৪
|
সলমন খান
|
১.১৪ কোটি
|
৫
|
ঐশ্বর্য রাই
|
৯২ লক্ষ
|
৬
|
অক্ষয় কুমার
|
৬৭ লক্ষ
|
৭
|
দীপিকা পাড়ুকোন
|
৬৬ লক্ষ
|
৮
|
রণবীর কাপুর
|
৬৫ লক্ষ
|
৯
|
আমির খান
|
৫৯ লক্ষ
|
১০
|
অনুষ্কা শর্মা
|
৫৭ লক্ষ
|
First Published: Friday, August 9, 2013, 13:43