ব্যাটম্যানকে সঙ্গে নিয়ে আসছে সুপারম্যান

ব্যাটম্যানকে সঙ্গে নিয়ে আসছে সুপারম্যান

ব্যাটম্যানকে সঙ্গে নিয়ে আসছে সুপারম্যান আবার আসছে সুপারম্যান। তবে এবার একা নয়। সঙ্গে নিয়ে আসছে ব্যাটম্যানকেও। শনিবার ম্যান অফ স্টিলের পরিচালক জানালেন এই প্রথম দুই সুপারহিরোকে একসঙ্গে পর্দায় আনতে চলেছেন তিনি।

এ দিন কমিক কনে ছবি ঘোষণা করার পর গল্পের আভাস দিতে দর্শকদের মধ্যে থেকে একজনকে মঞ্চে ডাকেন অভিনেতাকে। হ্যারি লেনক্স পড়ে শোনান, "আই অ্যাম দ্য ম্যান হু বিট ইউ(আমিই সে যে তোমাকে হারাব)।" স্ক্রিনে সুপারম্যানের লোগোর সামনে দাঁড়িয়ে। পিছনে ছিল ব্যাটম্যানের চিহ্নও। জুন মাসের ব্লকবাস্টার ম্যান অফ স্টিলে অভিনয় করেছিলেন হেনরি কেভিল ও অ্যামি অ্যাডামস। সিক্যোয়েলেও থাকবেন তাঁরা।

কমিক কনে এ দিন উপস্থিত ছিলেন ক্লদিয়া গোমেজ। গায়ে ব্যাটম্যানের টি-শার্ট। পাশে ভাইঝি অ্যানা পরেছিলেন সুপারম্যান শার্ট। গত মাসেই প্রকাশ্ত হয়েছে গ্রেগ প্যাকের ব্যাটম্যান/সুপারম্যান কমিক। দুই চরিত্রর সুপারহিরো হয়ে ওঠার আগের কাহিনি রয়েছে বইতে।

First Published: Sunday, July 21, 2013, 21:12


comments powered by Disqus