Last Updated: February 13, 2012 15:23

অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন আগেই। এবার সুপ্রিম কোর্টের দোরগোড়ায় চলে এল প্রাক্তন প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণণ এবং তাঁর আত্মীয়দের আয়ের বিরুদ্ধে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগ। সোমবার প্রধান বিচারপতি এস এইচ কাপাডিয়ার নেতৃত্বাধীন শীর্ষ আদালতের এক বেঞ্চ প্রাক্তন প্রধান বিচারপতি এবং তাঁর আত্মীয়দের বিরুদ্ধে ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে বেআইনি ভাবে ৪০ কোটি টাকার সম্পত্তি সংগ্রহের অভিযোগ সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রকে। এ ব্যাপারে এক মাসের মধ্যে জবাবদিহি করার জন্য অ্যাটর্নি জেনারেল জি ই বাহনবতীকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১২ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
২০০৭ সালের ১৪ জানুয়ারি থেকে ২০১০-এর ১২ মে পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে ছিলেন কে জি বালকৃষ্ণন। বর্তমানে তিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন। কয়েক মাস আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বালকৃষ্ণনের বিরুদ্ধে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের আগে ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে। প্রাক্তন প্রধান বিচারপতী এবং তাঁর আত্মীয়দের সম্পত্তির বিষয়টি শীর্ষ আদালতেরও গোচরে আনা হয়। এদিন সেই মামলায় অভিযোগকারী পক্ষের হয়ে সওয়াল করতে গিয়ে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পরও পুরো বিষয়টি নিয়ে নিশ্চেষ্ট রয়েছে কেন্দ্রীয় সরকার। জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যানের পদ থেকে কে জি বালাকৃষ্ণনের পদত্যাগও দাবি করেন তিনি।
First Published: Monday, February 13, 2012, 15:23