Last Updated: January 15, 2014 14:20

শিক্ষানবিশ আইনজীবীকে যৌন হেনস্থার অভিযোগে অবসরপ্রাপ্ত বিচারপতি স্বতন্ত্র কুমারকে নোটিস দিল সুপ্রিম কোর্ট। ১৪ ফেব্রুয়ারির মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। কেন্দ্র এবং অ্যাটর্নি জেনারেলকেও নোটিস দিয়েছে শীর্ষ আদালত। বিচারবিভাগীয় আধিকারিকদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে আদালত।
অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিরুদ্ধে কোনও ধরনের অভিযোগ উঠলে তা শুনবে না শীর্ষ আদালত। গত ৫ ডিসেম্বর এই সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ জানিয়েছেন অভিযোগকারিণী আইনজীবী।
সম্প্রতি দুই অবসরপ্রাপ্ত বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। প্রথমে অশোক কুমার গাঙ্গুলি, তারপর স্বতন্ত্র কুমার। অভিযোগের জেরে দেশ জুরে সৃষ্টি হওয়া বিতর্কে পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রধানের পদ থেকে ইস্তফা দিতে হয়েছে অশোক গাঙ্গুলিকে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সতন্ত্র কুমার।
জাতীয় গ্রিন ট্রাইবুনালের প্রধান পদে থাকা বিচারপতির বিরুদ্ধে অভিযোগ তোলেন এক ইন্টার্ন। গত অগস্ট মাসে সুপ্রিমকোর্টের অবসর প্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে শিক্ষানবিস থাকা কালীন তাঁর যৌন নিগ্রহের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি।
First Published: Wednesday, January 15, 2014, 14:43