এফডিআই নিয়ে সরকারকে হলফনামা পেশের নির্দেশ শীর্ষ আদালতের

এফডিআই নিয়ে সরকারকে হলফনামা পেশের নির্দেশ শীর্ষ আদালতের

Tag:  fdi supreme court upa2
এফডিআই নিয়ে সরকারকে হলফনামা পেশের নির্দেশ শীর্ষ আদালতেরখুচরো ব্যবসায়ে বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার পর ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সরকার কী পদক্ষেপ করেছে? এ বিষয়ে কেন্দ্রকে তিন সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নির অনুমতিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়। সেই মামলার শুনানিতে আজ এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এফডিআই সংক্রান্ত সিদ্ধান্তের ফলে কি কোনও লাভ হয়েছে? নাকি এটি শুধুই রাজনৈতিক চমক? বড় সংস্থাগুলি অসাধু কাজকর্ম শুরু করলে ছোট ব্যবসায়ীদের কী হবে ? কেন্দ্রের কাছে এই সব প্রশ্নেরই উত্তর জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট।

শুনানির সময় অ্যাটর্নি জেনারেল জি ই বাহনবতী বলেন, খুচরো ব্যবসায়ে বিদেশি লগ্নির নানা দিক নিয়ে সংসদে আলোচনা হয়েছে। সংসদই এফডিআই বিরোধী প্রস্তাব খারিজ করেছে। এরপর, সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ জানায়, ছোট ব্যবসায়ীদের স্বার্থ উপেক্ষা করে সংস্কার চলতে পারে না। আদালত নীতি নির্ধারক নয়, তবে, সেই নীতি বাস্তবসম্মত কিনা, সংবিধান লঙ্ঘন করছে কিনা, তা দেখা দরকার। 

First Published: Tuesday, January 22, 2013, 14:53


comments powered by Disqus