Last Updated: April 22, 2014 12:16

বিসিসিআই প্রস্তাবিত তিন সদস্যের তদন্ত কমিটি গঠন বৃহস্পতিবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুনানির সময় মুদগল কমিটিকে এই ব্যাপারে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দুপুর ২টো পর্যন্ত সময় দিয়েছে সু্প্রিম কোর্ট। এর আগে ৩ সদস্যের কমিটি গঠনের জন্য বিসিসিআইকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।
আইপিএল স্পট ফিক্সিংয়ের তদন্তেরাজি মুদগল কমিটি। এর আগে তদন্ত করতে বোর্ডের তিন সদস্যের প্যানেল খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তারপর মুদগলকে তদন্ত করার ব্যাপারে জিজ্ঞেস করে শীর্ষ আদালত। দুটো পর্যন্ত সময় দেওয়া হয় মুদগলকে। দুটোর পরই সুপ্রিম কোর্টকে মুদগলের আইনজীবীরা জানান যে মুদগল কমিটি তদন্ত করতে রাজি। তবে সুপ্রিম কোর্টকে একটি তদন্তকারি দল গঠিত করার আবেদন জানিয়েছে মুদগল কমিটি। আগামী মঙ্গলবার হবে পরবর্তী শুনানি।
গত রবিবার বিসিসিআই সুপ্রিম কোর্টের কাছে যেই তিন জনের নাম প্রস্তাব করার সিদ্ধান্ত নেয়, তাদের মধ্যে ছিলেন প্রাক্তন সিবিআই ডিরেক্টর আরকে রাঘবন, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জেএন পটেল ও রবি শাস্ত্রী। এর আগেই বিসিসিআই-এর পদ ফেরত পাওয়ার জন্য শ্রীনিবাসনের আবেদন খারিজ করে দিয়ে শীর্ষ আদালত জানিয়েছিল তদন্ত কমিটি তাকে ক্লিনচিট না দিল তিনি পদ ফেরত পাবেন না। এই বিষয়ে কীভাবে সঠিক তদন্ত হবে সেই ব্যাপারেও বোর্ডের সিদ্ধান্ত জানাতে ২২ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে সুপ্রিম কোর্ট।
First Published: Tuesday, April 22, 2014, 19:01