Last Updated: February 7, 2014 23:05

সংসদে তেলেঙ্গানা বিল পেশে স্থগিতাদেশ নয়। আজ এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তেলেঙ্গানা বিল পেশ হওয়া আটকাতে শীর্ষ আদালতে বেশকয়েকটি আবেদন জমা পড়েছিল। সেইসব আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন বেঞ্চ আজ জানিয়ে দেয় তেলেঙ্গানা ইস্যুতে কেন্দ্রকে কোনও নির্দেশই দেবে না আদালত।
এরমধ্যে একেবারেই হস্তক্ষেপ করতে চায় না দেশের সর্বোচ্চ আদালত। এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা কেন্দ্রকেই নিতে হবে। গতকালও তেলেঙ্গানা ইস্যু নিয়ে মন্ত্রীসভার বৈঠক হয়। সেখানে অন্ধ্রপ্রদেশের বিভাজন নিয়ে বিবিধ মত উঠে আসে। সীমান্ধ্রের কেন্দ্রীয় মন্ত্রীরা হায়দরাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার দাবি তোলেন। তার সঙ্গেই অন্ধ্রপ্রদেশকে তেলেঙ্গানা ও অবশিষ্ট অন্ধ্রপ্রদেশে ভাগ করতে বলেন তাঁরা। যদিও তেলেঙ্গানাপন্থীরা এই প্রস্তাবের ঘোর বিরোধিতা করেন।
অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এন কিরণ কুমার রেড্ডি রাজ্য বিভাজনের বিপক্ষে দিল্লির যন্তর মন্তরে ধরনা শুরু করলে চাপ বাড়ে কংগ্রেসের উপর। রেড্ডি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন। অন্ধ্র বিধানসভা ইতিমধ্যেই রাজ্য বিভাজনের বিলটি প্রত্যাখান করেছে।
First Published: Friday, February 7, 2014, 23:05