লাভপুর গণধর্ষণ কাণ্ডে রাজ্যকে তিরস্কার শীর্ষ আদালতের, ধর্ষিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

লাভপুর গণধর্ষণ কাণ্ডে রাজ্যকে তিরস্কার শীর্ষ আদালতের, ধর্ষিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

লাভপুর গণধর্ষণ কাণ্ডে রাজ্যকে তিরস্কার শীর্ষ আদালতের, ধর্ষিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ লাভপুর গণধর্ষণ কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য। নির্যাতিতা আদিবাসী তরুণীর মৌলিক অধিকার রক্ষায় রাজ্য সরকার ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে প্রধান বিচারপতি পি সদাশিবমের ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, নিজের ইচ্ছা অনুযায়ী বিয়ে করা যে কোনও নাগরিকের মৌলিক অধিকার। এবং সেই অধিকার নিশ্চিত করা সংশ্লিষ্ট রাজ্য সরকারের কর্তব্য।

ভিন সম্প্রদায়ের এক যুবকের সঙ্গে সম্পর্ক রাখার অপরাধে, সালিশি সভার নির্দেশে গত ২২ জানুয়ারি ওই তরুণীকে গণধর্ষণ করা হয়। নির্যাতিতাকে রাজ্য সরকার যে পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে তাতেও সন্তুষ্ট নন দেশের প্রধান বিচারপতি। ওই তরুণীকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। একইসঙ্গে তরুণীর পুনর্বাসন ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

First Published: Friday, March 28, 2014, 14:34


comments powered by Disqus