Last Updated: February 20, 2014 13:14

রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি নিয়ে তামিলনাড়ু সরকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখতে বলেছে শীর্ষ আদালত। আগামী মাসের ৬ তারিখ পরবর্তী শুনানি হবে। জয়ললিতা সরকারকে নোটিশ দিচ্ছে সুপ্রিম কোর্ট।
তামিলনাড়ু সরকারের তরফে পদ্ধতিগত ত্রুটি হয়েছে বলেও মন্তব্য করেছে দেশের সর্বোচ্চ আদালত। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জয়ললিতা সরকার। তামিলনাড়ু সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্র। সেই আবেদনের শুনানিতেই একথা জানিয়েছে আদালত।
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় দোষী তিনব্যক্তির মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত বাতিল করে কিছুদিন আগেই আজীবন কারাবাসের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিমকোর্ট। বাকি সাতজনের মুক্তির বিষয়টি রাজ্যের উপরই ছেড়ে দিয়েছিল শীর্ষ আদালত।
গত ২৩ বছর ধরে দণ্ডিতরা জেলে আছে। এদের মধ্যে অন্যতম অপরাধী মুরুগানের স্ত্রী নলিনী শ্রীহরনকে ক্ষমা করার কথা ঘোষণা করেন রাজীব গান্ধীর স্ত্রী কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী।
যদিও রাজীব পুত্র রাহুল জানিয়েছেন ব্যক্তিগতভাবে তিনি মৃত্যুদণ্ডের বিরোধী। কিন্তু তাঁর বাবার হত্যাকারীদের মুক্তির কথায় দুঃখ প্রকাশ করেছেন কংগ্রেসের সহসভাপতি। ``যদি একজন প্রধানমন্ত্রীর হত্যাকারীরা এই ভাবে ছাড়া পেয়ে যায়, দেশের সাধারণ মানুষ কী ন্যায় আশা করবেন?`` মন্তব্য সোনিয়া পুত্রের।
সস্তা জনপ্রিয়তার জন্য তামিলনাড়ুর জয়ললিতা সরকার বিপথগামী, দায়িত্বজ্ঞানহীন এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
First Published: Thursday, February 20, 2014, 13:17