দার্জিলিঙে বিজেপির প্রার্থী হচ্ছেন মোর্চার পছন্দে সুরেন্দর সিং আলুওয়ালিয়া

মোর্চার পছন্দ মেনে দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী করছে সুরেন্দর সিং আলিওয়ালিয়াকে

মোর্চার পছন্দ মেনে দার্জিলিংয়ে বিজেপি প্রার্থী করছে সুরেন্দর সিং আলিওয়ালিয়াকেদার্জিলিঙে সুরেন্দর সিং আলুওয়ালিয়াকে প্রার্থী করছে বিজেপি। আজ বিজেপির তরফে সুরিন্দর সিং আলুওয়ালিয়া ও রাজীবপ্রতাপ রুডির নাম মোর্চাকে দেওয়া হয়। গোর্খা জনমুক্তি মোর্চার কেন্দ্রীয় কমিটি সুরিন্দর সিং আলুয়ওয়ালিয়ার নামেই সম্মতি দেয়।

দিল্লিতে প্রথম দফার শেষে দ্বিতীয় দফার বৈঠকে বসেছে বিজেপি নির্বাচন কমিটি। আজ এগারোটি রাজ্যের একশোটি আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। তবে আজকের বৈঠকে উত্তরপ্রদেশের তালিকা নিয়ে কোনও আলোচনা হচ্ছে না। আজই সম্ভবত তৃতীয় প্রার্থীতালিকা ঘোষণা করতে চলেছে বিজেপি। নরেন্দ্র মোদী কোন্ আসনে লড়বেন, তা ঘোষণা হতে পারে। গুজরাতের গান্ধীনগর ছাড়া উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়তে পারেন মোদী। বারাণসী থেকে মোদী প্রার্থী হবেন কিনা তা আজ জানা যাবে না। লালকৃষ্ণ আডবাণী, সুষমা স্বরাজ, যশবন্ত সিংয়ের আসন নিয়েও সিদ্ধান্ত হতে পারে।

First Published: Thursday, March 13, 2014, 18:29


comments powered by Disqus