Last Updated: April 28, 2013 15:44

চিকিত্সায় গাফিলতির অভিযোগে রোগীর পরিবারের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সিউড়ি সদর হাসপাতালে। এক প্রসূতির আত্মীয়েরা রবিবার হাসপাতালে ভাঙচুর চালান। চিকিত্সক ও চিকিত্সা কর্মীদেরও মারধর করা হয়।
ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিস। ঘটনার সূত্রপাত গতকাল বিকেলে। প্রসব যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লাভপুরের বাসিন্দা হাসিনা বিবি। তাঁর গর্ভে যমজ সন্তান ছিল। পরিবারের লোকের অভিযোগ, হাসপাতালের চিকিত্সক অস্ত্রোপচার করে একটি সন্তানকে বের করেন। পরে পরিবারের লোকেরা দ্বিতীয় সন্তানের বিষয়ে প্রশ্ন করলে ফের অস্ত্রোপচার করে দ্বিতীয় সন্তানটিকে বের করা হয়। হাসিনা বিবির আত্মীয়েরা আজ হাসপাতালে এই নিয়ে প্রতিবাদ জানাতে গেলেই উত্তেজনা ছড়ায়।
First Published: Sunday, April 28, 2013, 15:44