Last Updated: December 5, 2012 22:51

প্রাথমিক শিক্ষক নিয়োগে তোলাবাজির অভিযোগ করলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আজ রানী রাসমণি রোডে প্রাথমিক শিক্ষকদের এক সমাবেশে বিরোধী দলনেতা অভিযোগ করেন, টাকা দিলেই পছন্দের পোস্টিং পাওয়া যাচ্ছে। এদিনের অনুষ্ঠানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মনে করিয়ে দেন, সত্তরের দশকে নৈরাজ্যের বিরুদ্ধে শিক্ষকরা রুখে দাঁড়িয়েছিলেন। সেই একই পথে শিক্ষক আন্দোলনের ডাক দিয়েছেন তিনি।
তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ কয়েকদিন আগেই মুখ খুলতে দেখা গেছে প্রাক্তন কৃষি মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগে তোলাবাজির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্রও। রানী রাসমণি রোডে প্রাথমিক শিক্ষক সংগঠনের সমাবেশে এদিন হাজির ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। সত্তরের দশকে শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের সঙ্গে এই সময়ের তুলনা করেন তিনি। শুধুমাত্র দাবি জানানো নয়, দাবির জন্য শিক্ষকদের আন্দোলনে নামার ডাক দেন তিনি। চারটি বামপন্থী সংগঠনের ডাকা এদিনের সমাবেশের পর রাজ্যপালের সঙ্গে দেখা করেন শিক্ষক শিক্ষিকারা। সংগঠনগুলির তরফে তাঁর কাছে দাবিপত্র দেওয়া হয়।
First Published: Wednesday, December 5, 2012, 22:51