সূর্যকান্তর গলায় আত্মসমালোচনার সুর

সূর্যকান্তর গলায় আত্মসমালোচনার সুর

সূর্যকান্তর গলায় আত্মসমালোচনার সুর বিধানসভা নির্বাচনে হার দলের জন্য ভালই হয়েছে। আজ এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। আত্মসমালোচনার সুরে তিনি বলেন, টানা ৩৪ বছর ক্ষমতায় থাকার জন্য যে মোহ তৈরি হয়েছিল, বিরোধী দলে বসায় তা কাটাতে সুবিধা হয়েছে।    

সিপিআইএমের অনেকেই মনে করেন, বিধানসভা নির্বাচনে দলের হার আদতে শাপে বর হয়েছে। শনিবার কলকাতায় একটি সভায় সেকথাই কার্যত স্বীকার করে নিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।   
 
১৯৯৬ সালে জ্যোতি বসুর কাছে প্রধানমন্ত্রীত্বের প্রস্তাব এসেছিল। দল কেন্দ্রীয় সরকারে যোগ দেবে কিনা তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল সিপিআইএমের অন্দরে। দলের কেন্দ্রীয় কমিটিতে ভোটাভুটিও হয় এই ইস্যুতে। সরকারে যোগ দেওয়ার পক্ষে ছিলেন জ্যোতি বসু, হরকিষেণ সিং সুরজিতরা। কিন্তু ভোটাভুটিতে তাঁদের মত পরাজিত হয়। প্রধানমন্ত্রিত্ব গ্রহণ না করা এবং কেন্দ্রে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় সিপিআইএম। দলীয় সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে মন্তব্য করেন জ্যোতি বসু। কেন্দ্রীয় সরকারে যোগ না দেওয়ার পক্ষে ওই সিদ্ধান্তকে শনিবার সঠিক বলে ব্যাখা করেন সূর্যকান্ত মিশ্র।       
 
ক্ষমতায় ফিরে আসাই যে তাঁদের একমাত্র লক্ষ্য নয়, একথা এদিন দলের কর্মী-সমর্থকদের মনে করিয়ে দেন বিরোধী দলনেতা।     
 

First Published: Saturday, December 1, 2012, 22:30


comments powered by Disqus