Last Updated: November 23, 2012 09:26

প্রায় নজিরবিহীন ভাবে আজ এক নিহত তৃণমূল কংগ্রেস কর্মীর বাড়িতে যাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তাঁর সঙ্গে যাচ্ছেন বাম পরিষদীয় দলের কয়েকজন প্রতিনিধি। কিছুদিন আগে, বালিতে প্রকাশ্যে খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী তপন দত্ত। রাজনীতির পাশাপাশি, পরিবেশ রক্ষার কাজেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। বালি এলাকায় জলাভূমি ভরাটের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তিনি। তাঁর পরিবারের অভিযোগ, জমি চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই খুন করেছিল তপন দত্তকে। খুনের পর বালি থানায় তাঁর পরিবারের দায়ের করা এফআইআর-এ নাম ছিল তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরুপ রায়ের। তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্তের অভিযোগ, প্রভাব খাটিয়ে এফআইআর থেকে নিজের নাম কাটিয়ে দেন ক্ষমতাশালী মন্ত্রী অরুপ রায়।
কয়েকদিন আগে বিধানসভায় গিয়ে সূর্যকান্ত মিশ্রের সঙ্গে দেখা করেন প্রতিমা দেবী। বিরোধী দলনেতাকে তিনি জানান, তপন দত্তের খুনিদের খুঁজে বের করা তো দূরের কথা, প্রতি মুহূর্তে শাসানো হচ্ছে তাঁদের। গত বৃহস্পতিবারই বালিতেই ভোঁজালি দিয়ে হামলা চালানো হয় তপন দত্তের ভাগ্নে পিন্টু ধরের উপর। এখন আতঙ্কিত পরিবারের দাবি, বিরোধী দল তাঁদের নিরাপত্তার দাবি জানাক রাজ্য সরকারের কাছে। বামেদের বক্তব্য, আতঙ্কিত পরিবারকে আশ্বস্ত করতেই বালি যাচ্ছেন তাঁরা।
First Published: Friday, November 23, 2012, 09:26