তৃণনূলকে পাল্টা তোপ দাগলেন সূর্যকান্ত মিশ্র, Suryakanta Mishra accuses TMC

তৃণনূলকে পাল্টা তোপ দাগলেন সূর্যকান্ত মিশ্র

তৃণনূলকে পাল্টা তোপ দাগলেন সূর্যকান্ত মিশ্ররাজ্যে সন্ত্রাস থেকে শুরু করে লোকপাল বিল। হকার উচ্ছেদ ইস্যু থেকে শুরু করে ইন্দিরা ভবনের নামবদল। সাংবাদিক সম্মেলনে এই সব ইস্যুতে মুখ্যমন্ত্রীর সব অভিযোগের জবাব দিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। পাল্টা তোপ দাগলেন রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে।

১) রাজ্যে সন্ত্রাস
 
২) হকার উচ্ছেদ
 
৩) ইন্দিরা ভবনের নাম বদল
 
৪) লোকপাল বিল
 
এদিন সাংবাদিক সম্মেলনে কার্যত মুখ্যমন্ত্রীর সব অভিযোগই খণ্ডন করে দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি স্পষ্ট বলেছেন, মুখ্যমন্ত্রী অসত্য অভিযোগ করছেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রীকে তিনি বলেছেন, সব ইস্যুতে সিপিআইএমকে কাঠগড়ায় তোলা এবার বন্ধ করা উচিত।
 






First Published: Tuesday, January 3, 2012, 19:14


comments powered by Disqus