Last Updated: November 16, 2012 22:29

ব্যাডপ্যাচ কাটিয়ে আবার স্বমহিমায় গ্র্যান্ড মাস্টার সূর্যশেখর গাঙ্গুলি। ফুজাইরা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় অভিজিত গুপ্তাকে হারিয়ে আবার ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন বাংলার এই দাবাড়ু।
র্যাঙ্কিংয়ের দিক দিয়ে এগিয়ে থাকা অভিজিত গুপ্তাকে এদিন দাঁড়াতেই দেননি সূর্যশেখর। ফলে বেশ কয়েকটি চাল দিতে মারাত্মক ভুল করেন অভিজিত। সেই ভুলকেই কাজে লাগিয়ে প্রতিপক্ষকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছন সূর্যশেখর।
First Published: Friday, November 16, 2012, 22:29