বিধানসভায় বিস্ফোরক বিধায়ক সুশান্ত

বিধানসভায় বিস্ফোরক বিধায়ক সুশান্ত

বিধানসভায় বিস্ফোরক বিধায়ক সুশান্তসিআইডির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন সিপিআইএম বিধায়ক সুশান্ত ঘোষ। বুধবার তিনি অভিযোগ করেন, জেরার নামে তাঁর উপরে মানসিক নির্যাতন চালিয়েছে সিআইডি। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দাবি, ওপরতলার চাপে তার ওপরে এই নির্যাতন চালানো হয়।

সপ্তাহ কয়েক আগে বেনাচাপড়া কঙ্কালকাণ্ড মামলায় সুপ্রিম কোর্ট সুশান্ত ঘোষকে জামিন দিয়েছে। জামিন পাওয়ার পর বুধবার প্রথম মুখ খুললেন গড়বেতার সিপিআইএম বিধায়ক। আর তাও একেবারে বিধানসভায় বক্তা হিসেবে। বিধানসভায় বলতে দাঁড়িয়ে তিনি সরকারপক্ষকে রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার ইস্যুতে তুলোধোনা করেন। সুশান্ত ঘোষের বক্তব্য চলাকালীন উত্তাল হয়ে ওঠে বিধানসভা। তিনি বক্তব্য শুরু করা মাত্রই বাধা দিতে শুরু করেন সরকারপক্ষের বিধায়করা।
 
পরে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করেন জেরার নামে কীভাবে তাঁকে মানসিক নির্যাতন করা হয়েছে। সুশান্তবাবুর অভিযোগ, তাঁকে টানা ৩০ ঘণ্টা জেরা করেছেন গোয়েন্দারা। তাঁর ওপর মানসিক নির্জাতন চালানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
 
বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র সুশান্ত ঘোষকে সঙ্গে নিয়ে বিধানসভার প্রেস কর্নারে সাংবাদিকদের মুখোমুখি হন। যা থেকে পরিস্কার, সরকারের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতদুষ্টতার অভিযোগে আরও সুর চড়াতে চলেছে বামেরা।
 





First Published: Wednesday, March 21, 2012, 20:32


comments powered by Disqus