ষষ্ঠ পদক নিশ্চিত করে কুস্তীর ফাইনালে সুশীল কুমার

ষষ্ঠ পদক নিশ্চিত করে কুস্তীর ফাইনালে সুশীল কুমার

ষষ্ঠ পদক নিশ্চিত করে কুস্তীর ফাইনালে সুশীল কুমারপ্রথম ভারতীয় হিসাবে পরপর দুটি অলিম্পিকে পদক জিতে ইতিহাস গড়লেন সুশীল কুমার। অলিম্পিকে ৬৬ কেজির ফাইনালে পৌঁছনোর সঙ্গে সঙ্গে এই নজির গড়ে ফেলেন সুশীল। সেমিফাইনালে কাজাখস্তানের তানাতারোভকে ৩-১ এ হারিয়ে ফাইনালে পৌঁছে যান এই ভারতীয় কুস্তিগীর।

কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের নাভরুজোভকে তিন-এক ফলে হারিয়ে শেষ চারে পৌঁছেছিলেন বেজিং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতের সুশীল কুমার। তার আগে প্রিকোয়ার্টার ফাইনালে তুর্কমেনিস্তানের শাহিন রমজানকে হারিয়ে ছিলেন সুশীল।

শনিবার কুস্তিতে যোগেশ্বর দত্ত পদক জেতার পর কুস্তিতে ভারতের দ্বিতীয় পদক নিশ্চিত করেন সুশীল কুমার। প্রথম ভারতীয় কুস্তিগীর হিসাবে সুশীল সোনা জিততে পারেন কি না এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

First Published: Sunday, August 12, 2012, 15:51


comments powered by Disqus