Sushma Swaraj

সাইকেল চালাচ্ছে দাদা, সওয়ারি দু`বছরের সুষমা স্বরাজ

Tag:  Sushma Swaraj
জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত ব্যক্তিত্ব। সংসদীয় রাজনীতিতেও যথেষ্টই সুনাম তাঁর। দক্ষ হাতে সামলেছেন বিরোধী দলনেত্রীর গুরুদায়িত্ব। সংসদে তাঁর চোখা বাক্যবাণে প্রায়শই বিপর্যস্ত হতে দেখা গিয়েছে ইউপিএ-টুর বিভিন্ন নেতা-মন্ত্রীকে। তিনি বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। এহেন দাপুটে রাজনীতিকও যে মাঝে মাঝে রাজনীতির গম্ভীর জগতের বাইরে বেরিয়ে স্মৃতিমেদুরতায় আক্রান্ত হন তা বোঝা গেল সুষমা স্বরাজের সদ্য করা টুইটে। টুইটারে একটি ছবি আপলোড করেছেন সুষমা। সাদা-কালো ছবিটি তাঁর দুবছর বয়েসে তোলা। ছবিতে দেখা যাচ্ছে একটি তিনচাকার সাইকেলে তাঁর চেয়ে সামান্য বড় দাদার পিছনে বসে ছোট্ট সুষমা স্বরাজ। আর ছবির সঙ্গে বিজেপি নেত্রীর মন্তব্য, দাদার সঙ্গে---সাইকেলের পিছনে বসে দুবছরের আমি।


First Published: Saturday, March 1, 2014, 11:21


comments powered by Disqus