Last Updated: November 6, 2011 18:01

বাঘাযতীন হাসপাতাল কাণ্ডে মদ্যপ চিকিত্সককে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর। অভিযুক্ত চিকিত্সক প্রবীর ঘোষের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করবে স্বাস্থ্য দফতর। তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কাজে যোগ দিতে পারবেন না ওই চিকিত্সক। প্রবীর ঘোষের রক্ত, ইউরিন এবং পাকস্থলীর খাদ্যাংশের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল বেলগাছিয়া ফরেনসিক ল্যাবে। তার রিপোর্টও স্বাস্থ্য দফতরের হাতে এসে পৌঁছেছে। এর আগে মদ্যপ অবস্থায় তিনি ডিউটি করছিলেন বলে অভিযোগ ওঠে। তাঁর সল্টলেকের বাড়িতে যোগাযোগ করা হলে পরিবারের সদস্যেরা জানান প্রবীরবাবু মানসিকভাবে বিপর্যস্ত।
First Published: Wednesday, November 9, 2011, 10:36